BIDS IT Bangladesh Institute of Development Studies
Show navigation Hide navigation
BIDS
Premier multi-disciplinary autonomous public research organization

৯০ শতাংশ শ্রমিকের প্রশিক্ষণ নেই

রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকসহ দেশের সম্ভাবনাময় দশ খাতের ৯০ শতাংশ শ্রমিকের প্রশিক্ষণ নেই। তাদের দক্ষতার অভাবে প্রত্যাশা অনুযায়ী উৎপাদন বাড়ছে না। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানটির গবেষণা প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামীতে দেশে দক্ষ জনগোষ্ঠী গঠনে এ ধরনের প্রতিবেদন সহায়ক ভূমিকা রাখবে। দক্ষতা উন্নয়নে চলতি বাজেটে পাঁচ লাখ দক্ষ কর্মকর্তা তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। আগামীতে সেই সংখ্যা আরও বাড়বে।

http://bangla.samakal.net/2017/07/24/310940

Back to top