BIDS IT Bangladesh Institute of Development Studies
Show navigation Hide navigation
BIDS
Premier multi-disciplinary autonomous public research organization

প্রয়োজন ৬৫ লাখ দক্ষ শ্রমশক্তি

তৈরি পোশাক, নির্মাণ, চামড়াজাত, কৃষি প্রক্রিয়াজাত—এ রকম নয়টি খাতে আগামী তিন বছরের মধ্যে, অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে ৬৫ লাখ দক্ষ শ্রমশক্তি দরকার। ২০১৫-১৬ অর্থবছরে খাতগুলোতে দক্ষ শ্রমশক্তি ছিল ৪২ লাখ ৪৪ হাজার।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ‘বাংলাদেশে শ্রমবাজার এবং দক্ষ মানবসম্পদের ঘাটতি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন অভিমত উঠে এসেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

http://www.prothom-alo.com/economy/article/1263156

Back to top