ড. খান আহমেদ সাঈদ মুরশিদ। কেএএস মুরশিদ নামেই সমধিক পরিচিত। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গত বছরের এপ্রিল থেকে। খাদ্যনীতি, অবকাঠামো, সেচ, অপ্রাতিষ্ঠানিক ও গ্রামাঞ্চলের ঋণ, কৃষিজাত পণ্য সরবরাহ ও বাজার ব্যবস্থা, মানবসম্পদ উন্নয়ন এবং নীতি-গবেষণা নিয়ে কাজ করেছেন তিনি। গতকাল আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন বণিক বার্তা কার্যালয়ে....