সব ধরনের উৎসবেরই কিছু অর্থনৈতিক দিক রয়েছে। ধর্মীয় উৎসব ছাড়াও বাংলাদেশে ইদানীং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উৎসব পালন জনপ্রিয় হয়ে উঠছে। এসব উৎসবে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা ছাড়াও দেশের মানুষ উৎসবের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক-পরিচ্ছদ ক্রয় বা পরিধান করে থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় দুটি উৎসব হচ্ছে ধর্মীয় উৎসব বা ঈদ উৎসব। তার মধ্যে একটি হচ্ছে কোরবানির ঈদ। অন্যান্য উৎসবের চেয়ে এ উৎসব কিছুটা ব্যতিক্রম। মোটামুটি অন্য সব উৎসবের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, নতুন পোশাক কেনাকাটা। কিন্তু কোরবানির ঈদ মূলত পশুকেন্দ্রিক। এ ঈদে বিপুল সংখ্যক পশু জবাই করা হয়, যার মাংস ও চামড়ার একটি বড় অংশ গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করা হয়। তাই এ ঈদ উৎসব দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে।