টেকসই উন্নয়নে বাংলাদেশের সামনে ৪ চ্যালেঞ্জ

মধ্যম আয়ের দেশের তালিকায় টিকে থাকতে হলে সরকার ও উন্নয়ন সহযোগীদের ভবিষ্যত ভূমিকা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সামনে মোটা দাগে চারটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো- অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, সামাজিক অন্তর্ভুক্তির পরিসর বাড়ানো, স্থিতিশীল সুশাসন এবং জলবায়ু পরিবর্তনরোধ ও অভিযোজন।

বুধবার ‘ডেভেলপমেন্ট পার্টনারশিপ ইন মিডল ইনকাম কান্ট্রিস’ শীর্ষক সেমিনারে এসব চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ঋণ সহায়তার পরিবর্তে অংশীদারিত্ব, বেসরকারী খাতের বিপুল অংশগ্রহণ নিশ্চিত করা, বিভিন্ন দেশের সঙ্গে উন্নয়ন বিনিময়, বাণিজ্য-বিনিয়োগ এবং কূটনীতির মধ্যে সমন্বয় সাধনসহ বেশ কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কানাডার ইউনিভার্সিটি অব অটোয়ার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এ্যান্ড গ্লোবাল স্টাডিজ স্কুলের সিনিয়র ফেলো সৈয়দ সাজ্জাদুর রহমান সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিআইডিএস মহাপরিচালক ড. কেএস মুরশিদ সেমিনারে সভাপতিত্ব করেন।

http://www.dailyjanakantha.com/details/article/320272/