An article by Dr. S M Zahedul Islam Chowdhury

বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার— এ চারটি দেশের কতিপয় বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগের ফলে ১৯৯৯ সালের আগস্টে বিসিআইএম ফোরাম ধারণাটি জন্মলাভ করে। ফোরামে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি প্লাটফর্ম প্রতিষ্ঠার ধারণা ব্যক্ত করা হয়। ১৯৯৯ সালে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), কুনমিংয়ের ইউনান একাডেমি অব সোস্যাল সায়েন্সেস (YASS), ভারতের সেন্টার ফর পলিসি রিসার্চ (সিপিআর) ও মিয়ানমারের সীমান্ত বাণিজ্য মন্ত্রণালয় (মিনিস্ট্রি অব বর্ডার ট্রেড) অংশ নেয়। ওই সম্মেলনে বিসিআইএম ফোরামের যাত্রা হয়। এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো, এসব দেশের তুলনামূলক সুবিধা কাজে লাগানোর পাশাপাশি বিপুল প্রাকৃতিক ও মানবসম্পদসহ অন্যান্য সম্পদ থেকে সুবিধা আহরণের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করা।

http://bonikbarta.net/bangla/news/2018-12-19/180675/বিসিআইএমভুক্ত-দেশগুলোর-মধ্যে-সহযোগিতা-সম্প্রসারণ