বিআইডিএসের মহাপরিচালক খান আহমেদ সাঈদ মুরশিদ (কে এ এস মুরশিদ)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। কে এ এস মুরশিদ এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কম্বোডিয়ায় কর্মরত ছিলেন। খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য, ট্রানজিট, ট্রানশিপমেন্টসহ বিভিন্ন বিষয়ে তাঁর গবেষণা রয়েছে।
http://www.amadershomoy.biz/beta/2016/05/22/599874/#.V2JEAOQ24tG