পথচলায় পেরিয়ে গেছে চার বছর। সময়ের এ পরিক্রমায় নানা বিষয়ে ঋদ্ধ হয়ে এগিয়ে চলছে ব্যবসা-বাণিজ্যকে প্রধান উপজীব্য করে বাংলা ভাষায় দেশের প্রথম দৈনিক বণিক বার্তা। বাণিজ্য, অর্থনীতি, উন্নয়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুকে বস্তুনিষ্ঠতার সঙ্গে উপস্থাপন করে আসছে দৈনিকটি; ভূমিকা রাখছে সমৃদ্ধির সহযাত্রী হিসেবে। আর এ উদ্যোগ শুধু নগরকেন্দ্রিকই থাকেনি, গ্রামীণ অর্থনীতি ও সামাজিক পালাবদল— সবকিছুই গুরুত্ব পেয়েছে।
এগিয়ে চলার এ পথপরিক্রমায় প্রচেষ্টা ছিল সবসময় নতুন কিছু উপস্থাপনের, ভিন্ন উদ্যোগ সৃষ্টির। তারই অংশ হিসেবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সঙ্গে যৌথভাবে বণিক বার্তা গতকাল আয়োজন করে ‘সংবর্ধনা ও উদ্যোক্তা সম্মাননা ২০১৫’।