বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে শপথ গ্রহণ


বিজয়ের ৫০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কণ্ঠ মিলিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিল বিআইডিএস পরিবার। ১৬ ই ডিসেম্বর, ২০২১ এর সকাল-সন্ধ্যা পুরো সময়জুড়ে বিআইডিএস প্রাঙ্গন লাল-সবুজ আলোয় আর বিজয়ের আনন্দে উদ্ভাসিত। মহাপরিচালক বিনায়ক সেনের নেতৃত্বে গল্প, গানে আর প্রাণে বাংলাদেশের বিজয়কে অপার উচ্ছাসে উদযাপন করলো বিআইডিএস।

বিআইডিএস সম্মেলন কক্ষে পাঠকৃত শপথ অনুষ্ঠানের ভিডিও চিত্র। Youtube_logo