শোকবার্তা


বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মো. আনিসুর রহমান অদ্য ০৫/০১/২০২৫ইং তারিখ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো বিরানব্বই। তিনি বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি আইএলও, জেনেভাতে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ পনের বছর নীতি নির্ধারণী ভূমিকায় কাজ করেছেন। পূর্ব ও পশ্চিম পাকিস্থানের মধ্যে আঞ্চলিক বৈষম্য নিয়ে তিনি ষাটের দশকে কাজ করেন। অভ্যন্তরীণ সঞ্চয়ের সাথে বৈদেশিক সাহায্যের ঋণাত্বক সম্পর্কের ধারণাটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও ‘পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট’ বিষয়ে তাঁর মৌলিক অবদান রয়েছে। অর্থনীতির একজন কৃতি ছাত্র হিসেবে তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পি.এইচ.ডি ডিগ্রী লাভ করেন। তাঁরই উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ‘থিওরিটিক্যাল ইকনমিক্স’ কোর্স চালু করা হয়। তিনি অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়, এবং যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজে।

অর্থনীতির বাইরে রবীন্দ্রনাথ ছিল তাঁর পরম আগ্রহের জায়গা। রবীন্দ্রনাথের গানের বৈভব ও দর্শন নিয়ে মৌলিক চিন্তা-ভাবনা ছিল তাঁর।

বিআইডিএস-এর ইংরেজী ও বাংলা জার্নালে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা প্রকাশ করেছেন। এই মনস্বী অধ্যাপকের মৃত্যতে বিআইডিএস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপনসহ পরম করুণাময়ের কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।