Article by Dr. Abul Basher at Bonik Barta Today.
তেলের দাম নিয়ে নীতিনির্ধারকদের জন্য কিছু ভাবনার খোরাক
ইদানীং পত্র-পত্রিকায় তেলের দাম নিয়ে যত কথাবার্তা হচ্ছে, তাতে মোটামুটি মতামত দেয়া হচ্ছে, যেহেতু বিশ্ববাজারে তেলের দাম কমেছে, সেজন্য বাংলাদেশেও তেলের দাম কমানো উচিত। যুক্তি হিসেবে এটাও বলা হচ্ছে যে, যেহেতু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আগের লোকসানের জায়গায় এখন মুনাফা করছে, সেহেতু অভ্যন্তরীণ বাজারে তেলের দাম কমানো উচিত.
http://www.bonikbarta.com/2015-05-26/news/details/37835.html