র্যাপিড-এর আলোচনা সভায় ড. বিনায়ক সেন: খাদ্য মূল্যস্ফীতি কেন বাড়ছে, তার সদুত্তর পাওয়া দরকার
বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) গত ১৩ জুন, বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেছেন, খাদ্য মূল্যস্ফীতি বেশি বৃদ্ধির কারণ রহস্যময়।খাদ্য মূল্যস্ফীতি কেন বাড়ছে, তার সদুত্তর পাওয়া দরকার। তিনি মনে করেন, ‘মূল্যস্ফীতিকে যদি আমরা প্রধান শত্রু মনে করি, তবে তা নিয়ন্ত্রণে প্রস্তাবিত বাজেট আরও ছোট করার সুযোগ ছিল।পোলট্রি, মৎস্য, পশুসম্পদ খাতেও শুল্ক কমিয়ে খরচ কমানোর সুযোগ আছে। খাদ্য মূল্যস্ফীতি কেন বৃদ্ধির শীর্ষে, সেটা এখনো রহস্যময়।’ড. বিনায়ক সেন বলেন, ব্যাংকে টাকা রেখে আমানতকারীরা এখনো যে সুদ পাচ্ছেন, তা মুদ্রাস্ফীতির চেয়ে কম।পাশাপাশি নানা ধরনের মাশুল তো আছেই।
বর্তমান পরিস্থিতিতে স্থানীয় চাহিদা বাড়াতে হবে।এ জন্য স্থানীয় উৎপাদনও বাড়াতে হবে।এবারের বাজেট শিল্পবান্ধব বাজেট। বাজেটকে বাস্তবায়নমুখী করতে বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করার সুযোগ এখনো আছে।
বাজেট নিয়ে আলোচনা: খাদ্য মূল্যস্ফীতি কেন বাড়ছে, তার সদুত্তর পাওয়া দরকার - ড. বিনায়ক সেন