An article on exchange rate management written by Dr. Monzur Hossain at the Bonik Barta
বিশ্বব্যাপী মুদ্রার অবমূল্যায়ন এবং বাংলাদেশ প্রেক্ষাপট
বিশ্বের অনেক দেশ সাম্প্রতিক সময়ে তাদের মুদ্রার অবমূল্যায়ন ঘটিয়েছে বা ঘটাতে বাধ্য হয়েছে। গত আগস্টে চীন তার মুদ্রার বড় (প্রায় ৩ শতাংশ) ধরনের অবমূল্যায়ন ঘটানোর পর বিশ্বে এ নিয়ে হইচই শুরু হয়। চীন আন্তর্জাতিক বাণিজ্যে অনেক দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তাই দেশটির মুদ্রার অবমূল্যায়ন অনেক দেশের জন্যই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ এতে প্রতিযোগিতায় চীনের সঙ্গে পিছিয়ে পড়ার শঙ্কা সৃষ্টি হয়। ফলে বেশকিছু দেশ তাদের মুদ্রার অবমূল্যায়ন করে।
http://www.bonikbarta.com/2015-10-27/news/details/53922.html