BIDS IT Bangladesh Institute of Development Studies
Show navigation Hide navigation
BIDS
Premier multi-disciplinary autonomous public research organization

লেখা পাঠানোর নিয়মাবলি 

'বাংলাদেশ উন্নয়ন সমীক্ষা' বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত একমাত্র বাংলা জার্ণাল৷ এটি বছরে একবার প্রকাশিত হয়ে থাকে৷ তাছাড়া অনেক সময় বিশেষ সংখ্যা হিসেবেও প্রকাশিত হয়ে থাকে৷ প্রবন্ধের বিষয়বস্তু অনুযায়ী প্রতিটি প্রবন্ধ দু'জন রিভিউয়ার কর্তৃক রিভিউ করা হয়ে থাকে৷ রিভিউয়ার কর্তৃক ছাড়কৃত প্রবন্ধই প্রকাশনার জন্য বিবেচিত হয়ে থাকে৷ অমনোনীত লেখা ফেরত দেওয়া হয় না৷ 

১৷ প্রবন্ধের প্রতিটি লাইনের মাঝে ডাবল স্পেস রেখে অ৪ সাইজের কাগজের এক পৃষ্ঠায় (উভয়দিকে ১ ইঞ্চি মার্জিন রেখে) Sutonny MJ Font-এ টাইপ করতে হবে এবং প্রবন্ধের ২টি কপি Soft Copy সহ জমা দিতে হবে৷ 

২৷ প্রতিটি প্রবন্ধ সর্বোচ্চ ৩০ পৃষ্ঠা এবং সর্বোচ্চ ৩০টি টীকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে৷ 

৩৷ লেখকের প্রাতিষ্ঠানিক পরিচিতি তারকাচিহ্নসহ প্রথম পৃষ্ঠায় পাদটীকায় থাকতে হবে৷ 

৪৷ প্রবন্ধের কভার পৃষ্ঠায় নিম্নোক্ত তথ্য থাকতে হবে: 

- প্রবন্ধকারের নাম ও প্রাতিষ্ঠানিক পরিচিতি 

- পাদদেশে কৃতজ্ঞতাস্বীকার (যদি থাকে)৷ 

৫৷ প্রবন্ধের মূলপাঠে (Text) রেফারেন্সের উল্লেখ হবে এরকম: (খান, ১৯৭৬)৷ মূল রেফারেন্স উত্স ইংরেজিতে থাকলে তা ইংরেজিতে উল্লেখ করতে হবে৷ যেমন, (Khan, 1976)৷ বিদেশী লেখকের নাম ইংরেজিতে থাকলে তা ইংরেজিতে উল্লেখ করতে হবে৷ মূল পাঠে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সংগঠন, চুক্তি, ঘোষণা ইত্যাদি ইংরেজিতে থাকলে ইংরেজিতে উল্লেখ করা যাবে৷ কোনো ইংরেজি শব্দকে লেখক নতুনভাবে বাংলা করলে ইংরেজি শব্দটি বন্ধনীর মধ্যে দিতে হবে৷ Abbreviation ব্যবহার করলে বন্ধনীর মধ্যে সংক্ষত শব্দটির পুরো নামটি দিতে হবে প্রথম ব্যবহারের সময়ই৷ 

৬৷ পাদটীকা (Footnote ) প্রতি পৃষ্ঠার পাদদেশে সনি্নবেশ করতে হবে এবং পাদটীকার সূচক সংখ্যা একই ধারাবাহিকতায় নির্দেশ করতে হবে৷ 

৭৷ উদ্ধৃতি (Quatation) নাতিদীর্ঘ হওয়া বাঞ্ছনীয়৷ মূল পাঠে ইংরেজি উদ্ধৃতির মূল ভাষ্য ব্যবহার করতে হবে৷ তবে মূল ভাষ্য থেকে গৃহীত উদ্ধৃতির বাংলা অনুবাদ সংযোগ করতে হবে৷ এেেত্র যথাযথ উত্স নির্দেশ আবশ্যক৷ 

৮৷ প্রবন্ধের শেষে পৃথক পৃষ্ঠায় গ্রন্থপঞ্জি সংযোগ করতে হবে৷ 

বই/মনোগ্রাফের েেত্র প্রথমে আসবে রচয়িতার নাম এবং বন্ধনীর মধ্যে প্রকাশনার বছর, তারপরে হবে যথাক্রমে গ্রন্থের শিরোনাম, প্রকাশক এবং প্রকাশনার স্থান (শহরের নাম) ৷ 

সংকলন থেকে গৃহীত প্রবন্ধের শিরোনামের পর সম্পাদক বা সংকলকের নাম এবং মূল গ্রন্থের শিরোনাম হবে৷ 

গ্রন্থের একাধিক সংস্করণ থাকলে সংস্করণ উল্লেখ করতে হবে৷ 

সাময়িক পত্র পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের উল্লেখে প্রথমে প্রবন্ধকারের নাম, তারপরে হবে যথাক্রমে পত্রিকা/সাময়িকীর নাম, বর্ষ/খণ্ড সংখ্যা, প্রকাশ তারিখ (দিন, মাস, সন) এবং সামগ্রিক পৃষ্ঠাংক উল্লেখ আবশ্যক৷ 

প্রবন্ধে একাধিক ভাষার গ্রন্থ/প্রবন্ধাদি ব্যবহারের েেত্র গ্রন্থপঞ্জি ভাষাভিত্তিক বিন্যাস অনুসরণ করতে হবে৷ অর্থাত্ প্রবন্ধটিতে বাংলা ভাষার গ্রন্থপঞ্জি সর্বপ্রথম সংযোগ করতে হবে, তারপরে হবে ইংরেজি ভাষার গ্রন্থপঞ্জি৷ গ্রন্থপঞ্জি গ্রন্থাকারের নামের বর্ণানুক্রমে হতে হবে৷ 

একই গ্রন্থাকারের একাধিক রচনা সংেেপ গ্রন্থাকারের নাম পুনরুল্লেখ না করে নামের পরিবর্তে একটি ছোট সমান্তরাল লাইন যোগ করে রচনাগুলো প্রকাশকাল অনুক্রমে তালিকাভুক্ত করতে হবে৷ 

সাময়িকীর নাম সংিেপত অর্থাত্ abbreviated করা যাবে না৷ যেমন, EcoSc Rev. 

নমুনা গ্রন্থপঞ্জি 

সেন, অমর্ত্য (১৯৯০): জীবন যাত্রা ও অর্থনীতি, কলকাতা: আনন্দ পাবলিশার্স৷ 

খান, আব্দুল আউয়াল ও আনোয়ারুল আজিম আরিফ (১৯৯০): বাংলাদেশে ব্যবস্থাপনা, ঢাকা: আবীর পাবলিকেশন৷ 

আলম, এম খোরশেদ (১৪০৩ বঙ্গাঁব্দ): "বাজার অর্থনীতিতে উন্নয়ন পরিকল্পনার ভূমিকা", বাংলাদেশ উন্নয়ন সমীা, ১৪শ খণ্ড, বার্ষিক সংখ্যা, ঢাকা: বিআইডিএস, পৃ ১৫-৩৪৷ 

্ত্ত (১৪০২): "অংশীদারিত্বমূলক প্রেতি পরিকল্পনা: কতিপয় প্রাসঙ্গিক ইসু্য", বাংলাদেশ উন্নয়ন সমীা, ১৩শ খণ্ড, বার্ষিক সংখ্যা, ঢাকা: বিআইডিএস, পৃ ১৫-৩৪৷ 

ওসমানী, সিদ্দিকুর রহমান ( ১৯৯৭): "অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য মোচন: এদের সম্পর্কের স্বরূপ নিয়ে কিছু ভাবনা," রুশিদান ইসলাম রহমান (সম্পাদিত) দারিদ্র্য ও উন্নয়ন: প্রোপট বাংলাদেশ, ঢাকা:বিআইডিএস৷ 

৯৷ প্রবন্ধকার ১০টি অফপ্রিন্টসহ জার্নালের ২টি কপি বিনামূল্যে পাবেন৷ 

১০৷ পরিশিষ্ট (Appendix) আলাদা পৃষ্ঠায় গ্রন্থপঞ্জির পরে সংযোগ করতে হবে৷ 

১১৷ প্রবন্ধ নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে৷ 

সম্পাদক 

বাংলাদেশ উন্নয়ন সমীা 

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান 

ই-১৭ আগারগাঁও, শের-ই-বাংলা নগর 

জিপিও বঙ্ নং ৩৮৫৪ 

ঢাকা -১২০৭ 

E-mail: pratima@bids.org.bd

Back to top